হাসান তানভীর এর MOTO-TRAVEL ব্লগ

Its better to travel well, then to arrive – Buddha

কাট্টলি সাগর পাড় ও ভাটিয়ারি

এই দুটি জায়গা আমার প্রিয়। শহর থেকে খুব বেশি দুর যেতে হয় না।

আজ ভেবেছিলাম দুরে কোথাও যাবো। কিন্তু হলো না। তাই দুধের সাধ ঘোলে মেটাতে প্রথমে চলে গেলাম কাট্টলি সাগর পাড়।

কাট্টলি সাগর পাড়

অসাধারন একটি জায়গা।

সাগর পাড়ের ভেতর দিকে ম্যানগ্রোভের মত প্রচুর গাছ আছে বিশাল একটা জায়গা জুড়ে। এখানে আগে কখনো যাইনি। কারন অফ রোড /সাগরের বালি ইত্যাদি। ভালো লাগলো। গাছ গুলো খুব অদ্ভুদ ধরনের। এই সাগর তীরের মত এত বাতাস আর আমি কোন সাগর তীরে পাইনি। এত বাতাস। আয়েশ করে এক কাপ চা খেয়ে চলে গেলাম ভাটিয়ারি।

 

DSC04715

 

DSC04722

 

DSC04724

 

DSC04726

DSC04729 DSC04736 DSC04745 DSC04749

DSC04754

DSC04757

2 comments on “কাট্টলি সাগর পাড় ও ভাটিয়ারি

  1. Shihab
    October 5, 2014

    BhaI Very Good Post! Bou Baccha niye kivabe jabo? CNG te jaowa jabe? is it safe?

    Liked by 1 person

    • Hassan Tanvir
      October 6, 2014

      Thank you. হ্যাঁ যেতে পারবেন। খুব ই সহজ। বলবেন কাট্টলি যাবেন। বউ বাচ্চা নিয়ে যেতে পারবেন। সেইফ। জাস্ট সন্ধ্যার পর বেশী দেরি করবেন না।

      Like

Leave a comment

Join 248 other subscribers

Contact Info

Email: black_guiter@hotmail.com Skype: hassan.tanvir1
copyright @ hassantanvir.wordpress.com 2015